গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়
বারহাট্টা, নেত্রকোনা।
স্মারক নং- উশিঅ/বার/নেত্র/৮০১ তারিখঃ ২৪/০২/২০১৩ খ্রিঃ।
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন রিচিং আউট অব স্কুল চিলড্রেন(রক্স) প্রকল্প-২য় পর্যায়ের আওতায় আনন্দ স্কুলের জন্য প্রাশিঅ/রক্স(ফেইজ-২)/মনিটরিং/১/২০১৩/৩২৯৮(৯) তারিখ-০৬/০২/২০১৩খ্রিঃ তারিখ মূলে নিম্মলিখিত প্রতিটি গ্রামে অবস্থিত বিদ্যালয়ের জন্য ০১(এক)জন করে শিক্ষক নিয়োগের নিমিত্তে বিদ্যালয় এলাকার ০১(এক) কিলোমিটারের মধ্যে স্থায়ী বাসিন্দার নিকট থেকে স্ব-হস্তে লিখিত দরখাস্ত ০৬/০৩/১৩ তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে নিম্মস্বাক্ষরকারীর কার্যালয়ে দাখিল করার জন্য আহবান করা যাচ্ছে। বিস্তারিত জানার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নিম্মস্বাক্ষরকারীর কার্যালয়, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও নোটিশ বোর্ড থেকে জানার জন্য অনুরোধ করা হলো।
শিক্ষাগত যোগ্যতাঃনারী প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন এস.এস.সি ২য় বিভাগ অথবা জিপিএ ২.৫ এবং পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিন্ম উচ্চ মাধ্যমিক ২য় বিভাগ অথবা জিপিএ ২.৫ পাশ হতে হবে।
বয়সঃপ্রার্থীর বয়স ১ জানুয়ারী ২০১৩ তারিখে সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। ।
আবেদন করার নিয়মাবলীঃউপজেলা নির্বাহী অফিসার, বারহাট্টা, নেত্রকোনা বরাবর সাদা কাগজে স্ব-হস্তে লিখিত আবেদন পত্র, আবেদন পত্রের সঙ্গে ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল সনদ পত্র, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং উপজেলা নির্বাহী অফিসার, বারহাট্টা, নেত্রকোনা বরাবর ৫০/- টাকা মূল্যের অফেরৎ যোগ্য ক্রস পোষ্টাল অর্ডার সঙ্গে জমা দিতে হবে।
বেতন কাঠামোঃ সর্বসাকুল্য মাসিক ৩০০০/-(তিন হাজার) টাকা।
নিন্মে বিদ্যালয় এলাকার নাম উলেস্নখ করা হলোঃ
১। নোয়াওগাও(১),২। ছালিপুড়া, ৩। প্রেমনগর, ৪। কান্দাপাড়া, ৫। দেওপুর, ৬। মধুপুর, ৭। পূর্বচল, ৮। কেয়ালজানী, ৯। কাশতলা, ১০। গোপালপুর (১), ১১। বড়ী, ১২। বালিজুরী, ১৩। অতিথপুর, ১৪। কৈলাটি, ১৫। শ্রীরামপুর, ১৬। নোয়াওগাও (২), ১৭। চন্দ্রপুর, ১৮। সিংধা, ১৯। আলোকদিয়া, ২০। পাইকপাড়া, ২১। শেখপাড়া, ২২। রত্নপুর, ২৩। চরপাড়া, ২৪। বাহাদুরপুর, ২৫। ভেটুয়াকান্দা, ২৬। জয়ডহর, ২৭। গোপালপুর(সাহতা), ২৮। কামালপুর, ২৯। নৈহাটী, ৩০। ভূড়াখালী, ৩১। পাগলী, ৩২। ঘাইকুড়ী, ৩৩। তিলসিন্দুর, ৩৪। গোপালপুর (৩), ৩৫। রায়পুর, ৩৬। দশধার, ৩৭। শাসনউড়া, ৩৮। সাহতা, ৩৯। মনকান্দিয়া, ৪০। ডেমুরা উত্তর, ৪১। গরমা,৪২। মহাজনপাড়া,৪৩। মঊতল,৪৪। কাশিরকোনা, ৪৫। ধামাম, ৪৬। বাড়ইতাতিয়র, ৪৭। উড়াদিঘী, ৪৮। দূর্গাপুর, ৪৯। দেউলী, ৫০। হরিরামপুর।
স্বাক্ষরিত/-
২৪/০২/২০১৩ইং
(জি,এম এনামুল হক)
উপজেলা শিক্ষা অফিসার
ও
সদস্য সচিব
আনন্দ স্কুল শিক্ষক নির্বাচন কমিটি
বারহাট্টা,নেত্রকোনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS