ব্রীজটি দশধার গোলামখালী নদীর উপর।অনেক চড়াই-উতড়াই পেরিয়ে এলাকার লোকজনের দীঘ দিনের অপেক্ষার ফসল এই ব্রীজটি।এক সময় এই স্থানের ব্যস্ততা ছিল অনেক।আজ তা দেখে এরকমটি মনেই হয় না।তবে ব্রীজটি বাস্তবায়নের ফলে কিছু লোক বেকার হয়ে জীবন জীবিকার জন্য অন্য পেশার খোজঁ করে নিয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস