গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
১নং বাউসী ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা
স্মারক নং- বাউসী ইউপি/কালেক্টর নিয়োগ সং/১৯৮ তারিখ: ০২/১০/২০১২ খ্রি:
কালেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,বাউসী ইউনিয়ন পরিষদের অধীন সম্পূন অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শর্তসাপেক্ষে ০১(এক)জন ট্যাক্স কালেক্টর নিয়োগ করা হইবে।আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০১/১১/২০১২ খ্রি: তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবরে আবেদন করার জন্য আহবান করা হইল ।
ট্যাক্স কালেক্টর নিয়োগের শর্তাবলী
১।প্রার্থীকে অবশ্যই অষ্টম/সমমানের পরীক্ষায় পাশ হইতে হইবে।
২।প্রার্থীকে নিয়োগ প্রদানের পূর্বে জামানত সরূপ ১৫০০(এক হাজার পাচঁশত)টাকা বাউসী ইউনিয়ন পরিষদ বরাবরে নগদ জমা প্রদান করিতে হইবে ।
৩। নিয়োগকৃত ট্যাক্স কালেক্টর কে ইউনিয়ন পরিষদ ট্যাক্স/কর আদায় বিধি মোতাবেক পরিচালিত হইতে হইবে ।
৪। নিয়োগকৃত ট্যাক্স কালেক্টর কে ইউনিয়ন পরিষদ হইতে কোন প্রকার মাসিক বেতন/ভাতাদি/টি.এ/ডি.এ.
প্রদান করা হইবে না।আদায়কৃত ট্যাক্সের ১৫% হারে কমিশন প্রদান করা হইবে।
৫।নিয়োগকৃত ট্যাক্স কালেক্টরকে সময়ে সময়ে সরকার কতৃক প্রদানকৃত আদেশ-নির্দেশ বা ইউনিয়ন পরিষদ কতৃক প্রদানকৃত আদেশ-নির্দেশ প্রতিপালন করিয়া চলিতে হইবে।
৬।কোন প্রকার কারন দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি গ্রহন/বাতিল/স্থগিত/পরিবতন করার ক্ষমতা সংরক্ষন করেন।
স্মারক নং- বাউসী ইউপি/ট্যাক্স কালেক্টর নিয়োগ সং/১৯৮/১(১৪) তারিখ: ০২/১০/২০১২ খ্রি:
সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরন করা হইল।
১।চেয়ারম্যান,উপজেলা পরিষদ,বারহাট্টা, নেত্রকোনা ।
২।উপজেলা নির্বাহী অফিসার ,বারহাট্টা, নেত্রকোনা।
৩/১৪।জনাব .............................সদস্য,(সকল) বাউসী ইউপি, বারহাট্টা, নেত্রকোনা, অবগতি ও বহুল প্রচারের জন্য অনুলিপি প্রেরন করা হইল ।
১৫।অফিস কপি ।
(রশিদ আলম তালুকদার)
চেয়ারম্যান
১নং বাউসী ইউনিয়ন পরিষদ
বারহাট্টা,নেত্রকোনা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস