Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইতিহাস

কংস নদীর অববাহিকায় অবস্থিত নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন।লোকমুখে শুনা যায় বাউসী গ্রামের নামানুসারে ইউনিয়নটির নামকরন করা হয় বাউসী। ঐতিজ্যবাহী অঞ্চল হলো বাউসী ইউনিয়ন।কথিত আছে সুশং রাজার আমলে বতমান কেওয়ারাশি গ্রামের অদূরে বাউসী নামক ধলায় সপ্তাহে ২ দিন হাট বসত।কোন একদিন সুশং এর রাজা রূপনারায়ন বাহাদুর অত্র এলাকায় বেড়াতে এসে সুশংডহরপাড়ায় তাবু করে অবস্থান করছিলেন, বারটি ছিল হাটের দিন।হাটে যাওয়া লোকজন রাজাকে দশর্নের জন্য তাবুর নিকট ভীড় জমায়।হাটে যাওয়া লোকজনকে দেখে রাজা তৎক্ষনাত সুশংডহরপাড়া মৌজায় হাট বসানোর জন্য জায়গা করে দেন।রাজা হাটের জন্য জায়গা করে দেওয়ায় তখন থেকে লোকজন এই হাটটি কে রাজার নামানুসারে রূপগঞ্জ নামে অবহিত করে। কাল পরিক্রমায় বাউসী হাটটি বিলুপ্ত হইয়া যায়।লোকমুখে আজও রূপগঞ্জ হাট (বাজার) টি বাউসী হাট (বাজার) বলে পরিচিত।বতমানে এই ইউনিয়নটি শিক্ষা,সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় মাথা উচু করে স্থান করে নিয়েছে এই গাড়ো পাহাড়ের জেলা নেত্রকোনায়।