সুন্দর কারু কার্যে নতুন শেকেরপাড়া জামে মসজিদ। মসজিদটি সংস্কার করা হয় ১৯৯৮ খ্রি:সনে। বাউসী ইউনিয়নের নিমিত অনেক মসজিদের মধ্যে এই মসজিদের কারুকায আকষনীয়। মসজিদের আসে পাশের দুই তিনটি গ্রামের মসুল্লিরা আসেন নামাজ আদায় করার জন্য। নামাজের প্রতিটি ওয়াক্তেই মুসল্লিদের উপস্থিতিতেই মসজিদটি ভরে উঠে। এই মসজিদে প্রতিদিন সকালে কোমল মতি শিশুদের কুরআন শিক্ষা দেওয়া হয়।